নতুন ভোটার নিবন্ধনের জন্য
১। ফরম -২ অফিস হতে সংগ্রহ করবেন অথবা অনলাইনে পূরণ করবেন।
২। ফরম যথাযথভাবে পূরণ করার পরে ফরমের অপর পাশে সনাক্তাকারী হিসাবে সংশ্লিষ্ট এলাকার একজন ভোটার তার জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর দিবেন। (স্বাক্ষরকারী পিতা/ মাতা/ ভাই/ বোন/ স্বামী/ শশুর/ শাশুরী অগ্রাধিকার)
৩। যাচাইকারী হিসাবে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/ মেম্বর/ চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান/ সংরক্ষিত ওয়ার্ডের সদস্যগণ সীল ও স্বাক্ষর প্রদান করবেন।
৪। অনলাইন জন্ম সনদ
৫। শিক্ষাগত যোগ্যতার সনদ
৬। পিতা, মাতা, এবং স্বামী/ স্ত্রী (প্রযোজ্য ক্ষেত্রে) র এনআইডি
৭। হোল্ডিং ট্যাক্স রশিদ
৮। নাগরিকত্ব সনদ
৯। পাসপোর্ট ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
১০। ব্লাড গ্রুপ রিপোর্ট
ইত্যাদি সংযুক্ত সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গমন করবেন।
নতুন ভোটার নিবন্ধনের জন্য ফিংগার প্রিন্ট ভেরিফাই করার জন্য (AFIS) প্রদান করার প্রয়োজন নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস