Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Migration & Duplicate Card
Details

হারানো বা ভোটার স্থানান্তর জনিত কার্ড উত্তোলনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে নির্দিষ্ট পরিমান ফি (২৩০/ ৩৪৫/ ৪৬০) টাকা জমা দিয়ে (বিকাশ/ রকেট) এর মাধ্যমে জমা দিয়ে ফরম-২ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন।

প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস যাওয়ার পরে অনলাইন থেকে অথবা সংশ্লিষ্ট অফিস থেকে কার্ড গ্রহন করবেন। 

অনলাইনে  হারানো বা ভোটার স্থানান্তর জনিত কার্ড উত্তোলনের আবেদন করলে অফিসে কাগজ জমা দিতে হবে না। 

উল্লেখ্য, হারানো বা ভোটার স্থানান্তর জনিত কার্ড উত্তোলন করলে স্মার্ট কার্ড প্রদান করা হয় না, পেপার লেমিনেটেড কার্ড প্রদান করা হয়।

Attachments
Publish Date
23/10/2024
Archieve Date
31/12/2025